ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে আলোচিত চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

 

কক্সবাজার শহরে চাঁদাবাজি মামলায় আলোচিত লাল মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দক্ষিণ বাহারছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত ছৈয়দ মিয়ার ছেলে লাল মিয়া ও লাল মিয়ার ছেলে হাসান মো.বকুল।

এর আগে ঝিলংজা ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়াস্থ শুকনাছড়ি এলাকার মৃত কবীর হোছাইনের ছেলে সুগন্ধা পয়েন্টের ঝিনুক ব্যবসায়ী নুরুল আলম বাদি হয়ে বুধবার (৩১ জানুয়ারি) রাতে কক্সবাজার সদর মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

 

মামলার আসামিরা হলেন- কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে লাল মিয়া, লাল মিয়ার ছেলে রাসেল ওরফে ফরহাদ, হাসান মো. বকুল, আজাদ হোসেন ও দক্ষিণ কলাতলী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. বেলাল।

 

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জাবেদ মাহামুদ বলেন, চাঁদাবাজি মামলায় বাহারছড়া এলাকা থেকে লাল মিয়াসহ দুইজনকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।

 

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাইছার হামিদ বলেন, বুধবার (৩১ জানুয়ারি) লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ধারায় মামলা হয়েছে। এর আগে ভুক্তভোগীরা সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহারের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের সত্যতা পাওয়ায় মামলটি আমলে নেওয়া হয়।