ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় ছিনতাই শেষে যুবককে নদীতে নিক্ষেপ

এমকে আলম চৌধুরী, চকরিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া মাতামুহুরী ব্রিজ থেকে নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়ে অজ্ঞাতনামা এক যুবককে পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে মাছ ধরতে যাওয়া এক যুবক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম পরিচয় জানা যায়নি।

 

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চরের আবু ছৈয়দ জানান, জাল দিয়ে মাছ ধরার সময় মাঝ নদীতে এক যুবককে চিৎকার করতে দেখে সাঁতরিয়ে গিয়ে উদ্ধার করি। পরে তাকে অবচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে মাতামুহুরী ব্রিজের দুইপাশে অন্ধকার হলে প্রায়সময় ছিনতাইয়ের শিকার হয় যাত্রী সাধারণ ও পথচারী। এ বিষয়ে পুলিশের টহল জোরদারের দাবি জানান সাধারণ মানুষ।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মাতামুহুরী ব্রিজ থেকে ফেলে দেয়া যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে ঘটনার রহস্য জানা যাবে।