ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ভৈরবে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক , কিশোরগঞ্জ :

অবরোধ কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে। বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। এতে উভয় দলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এ ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে।

জানা যায়, সকালে ঢাকা -সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় ভৈরব উপজেলা বিএনপি অবরোধ পালনে দলবেঁধে সড়কে আসে। এ সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, সকালে দুর্জয় মোড় এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।

সিএনএনবাংলা২৪