ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুর অপরূপা বালিকা মাধ্যমিক বিদ্যায়তনে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতাঃ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩ নম্বর বহরা ইউনিয়নের অপরূপা বালিকা মাধ্যমিক বিদ্যায়তন থেকে ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল কর্তপক্ষ।

 

বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আল-মাসুদ লোকমানের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

অপরূপা বালিকা মাধ্যমিক বিদ্যায়তনের সহকারি শিক্ষক মো. সোহাগ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরূপা বালিকা মাধ্যমিক বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বাহার।

 

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ফরাস উদ্দিন, অপরূপা বালিকা মাধ্যমিক বিদ্যায়তনের শিক্ষক মুফতি আবু ইউসুফ, সিনিয়র শিক্ষক মো. জামিল আহমেদ, বি এস সি শিক্ষক মো. আমিনুল ইসলাম, উপজেলা প্লেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হামিদুর রহমান, আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, সাংবাদিক জাকির, মো. তুহিন হক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।