বিশেষ প্রতিবেদক:
সাজাপ্রাপ্ত আসামি, ঈদগাঁও উপজেলার পোকখালি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুরুল হাকিম (৩৯) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) র্যাব তাকে কক্সবাজার শহরের কলাতলি এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নুরুল হাকিম মেম্বার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যম পোকখালির উত্তরপাড়ার শহর মুল্লুক পুত্র। তিনি ওই ওয়ার্ডের নির্বাচিত সাবেক ইউপি সদস্য।
র্যাব-১৫ জানায়, গ্রেপ্তার নুরুল হাকিম মেম্বার একটি চেক প্রতারণা মামলায় (সিআর- ৫২০/১৪) দুই মাসের সাজাপ্রাপ্ত ও দুই লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব’র একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার শহরের কলাতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে এই আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।