ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নুর মোহাম্মদ, কক্সবাজার :

কক্সবাজারের রামু উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার, থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাংবাদিক নীতিশ বড়ুয়া, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার কামাল শামসুদ্দিন প্রিন্স, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল।

 

এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪