ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় শরিফা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার রাতে উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের আশারপাড়ায় এই ঘটনা ঘটে। শরিফা আক্তার ওই গ্রামের শাকের আলির মেয়ে।

পরিবার জানায়, শরিফা উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ছাত্রী।

স্থানীয়রা জানায়, শরিফা আক্তার বাড়ির সিলিংয়ের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: