ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

নিজস্ব প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা ও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১৩ জুন) সন্ধ্যায় মামলা দায়েরের ৩ ঘন্টার মাথায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার গোলাম মাওলা (৩০) বাইশারি ইউনিয়নের উত্তর বাইশারি গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র।

 

পুলিশ জানায়, ধর্ষিতা (৩৩) বাদী হয়ে অভিযুক্ত গোলাম মাওলার বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছেন। ভিকটিমের স্বামী প্রবাসে থাকেন। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। ভিকটিম ও মামলার বাদীনির বাড়ি বাইশারি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাইশারি গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত গোলাম মাওলা ভিকটিমকে জোর করে একাধিকবার ধর্ষণ করেন। এতে তিনি গর্ভবতী হয়ে পড়লে গত ৬ জুন একটি পুত্র সন্তান মৃতাবস্থায় প্রসব করেন।

 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামীকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে বুধবার (১৪ জুন) সকালে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪