ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

সেলিম উদ্দীন, ঈদগাঁও :

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পালাকাটা এলাকা থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে শুরু হয়েছে ধুম্রজাল। নিহত জাহানারা বেগম ঐ এলাকার মোস্তাক আহমেদের ছেলে একরামের স্ত্রী বলে জানা গেছে।

 

১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে বসতবাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের শিয়াপাড়া এলাকার জাহানারা বেগমের সাথে দ্বিতীয় বিয়ে হয় দক্ষিণ পালাকাটা এলাকার একরামের। তাদের সংসারে ৫ মাস অতিবাহিত হয়েছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী একরাম হোটেল কারিগর। প্রতিদিনের ন্যায় সকালে কর্মস্থলে চলে গেলে, অন্যান্যদের অজান্তে বাড়ির রুমের ভীমের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে স্ত্রী। পরে তার সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে দেখতে পায় ওড়না পেঁচিয়ে ঝুঁলে আছে। খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবিরের নির্দেশে এসআই মোঃ জুয়েল সরকার ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরী করে এবং সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠায়। ময়নাতদন্ত শেষে একইদিন সন্ধ্যায় জানাজা সম্পন্ন হয়।

 

উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা মোঃ জুয়েল সরকার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও মেয়ের পরিবারের দাবি হত্যা। শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না জানিয়ে তিনি আরো বলেন ময়না তদন্ত রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। ভিকটিমের পরিবারের অভিযোগ বা মামলা করলে তদন্ত পূর্বক আইনানুসারে ব্যবস্থা নিবে পুলিশ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪