ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার সদর হাসপাতাল থেকে পালিয়েছেন নারী কয়েদি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজার সদর হাসপাতাল থেকে পালিয়েছেন নারী কয়েদি

 

কক্সবাজার সরকারি হাসপাতাল থেকে এক নারী কয়েদি পালিয়ে গেছেন। বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

 

তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব চলাকালে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাশেদা। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বুধবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা পালিয়ে যান। হাসপাতালে হাজতির পাহারায় থাকা কারারক্ষী ইকবাল ও ইশরাতকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া হাজতি রাশেদাকে গ্রেপ্তারের জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪