ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব ভিপি আব্দুল মতিন এর উপর সন্ত্রাসী হামলায় বিভিন্ন মহলের প্রতিবাদ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক, জেলা নাট্য পরিষদ (জেনাপ) মৌলভীবাজারের সভাপতি, নাট্যকার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব, কবি ভিপি আব্দুল মতিন এর উপর সন্ত্রাসী কর্তৃক শারীরিক ভাবে লাঞ্চিত হওয়ার ঘটনায় মৌলভীবাজারের মতো শিষ্টাচার সম্পন্ন শহরে সকল নাগরিক সমাজের মতো বিশ্বময় বসবাসকারী মৌলভীবাজার জেলাবাসী হতবাক হয়েছেন।

 

মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মতিন কতিপয় সন্ত্রাসী কর্তৃক শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন, এটি অমার্জনীয় এবং অকল্পনীয় ঘটনা। এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই বলে উল্লেখ করে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সকল সাংস্কৃতিক কর্মী এবং শহরের সচেতন নাগরিক সমাজের মতো তিনিও প্রবাস থেকে অবিলম্বে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এক যুক্ত বিবৃতিতে মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ভিপি আব্দুল মতিন এর উপর সন্ত্রাসী হামলার ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।