ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় শিক্ষার্থী আজিম এক সপ্তাহ ধরে নিখোঁজ

পেকুয়া উপজেলা প্রতিনিধি:

৭ দিনে ধরে খোঁজ পাচ্ছে না কক্সবাজারের পেকুয়ার আজিম উদ্দিন (২৩) নামের এক শিক্ষার্থীর।

গত ১৯ আগস্ট থেকে আজিম উদ্দিন নিখোঁজ হয়। সে রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়ার কবির আহমদের পুত্র ও সুন্দরীপাড়া আজগরিয়া মেহেরুল উলুম মাদ্রাসার সাবেক ছাত্র।

 

পরিবার সূত্রে জানা যায়, ১৯ আগস্ট সকালে আজিম উদ্দিন তার মাকে চট্টগ্রাম শহরে যাচ্ছেন বলে রাজাখালীর উত্তর সুন্দরীপাড়া নিজ বাড়ি থেকে বের হয়। ২২ আগস্ট সকাল ১০ টা ৫৪ মিনিটে নিজ মুঠোফোন থেকে তার ফুফি ছুরা খাতুনকে ফোন করে জানায়, তাকে কয়েকজন যুবক জিম্মি করে রেখেছে। এতটুকুর পর আর কোনো শব্দ না বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারা আরো জানান, সে কিছুদিন চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরা এলাকায় টিউশনি করাতেন। আবার কক্সবাজার শহরেও আজিম উদ্দিন হাউস টিউটর হিসেবে ছেলে-মেয়ে পড়াতেন।

এদিকে ৭ দিন ধরে ছেলের খোঁজ না পেয়ে নিরূপায় হয়ে তার বাবা কবির আহমদ বাদী হয়ে পেকুয়া থানায় নিখোঁজ ডায়েরি রুজু করেন। যার নং ২২২৭/২৩।

আজিম উদ্দিনের মা আয়েশা খাতুন জানান, আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। বাড়িতে এখন আহাজারি চলছে। আমি ছেলের সন্ধান চাই।

 

এব্যাপারে পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, জিডি নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪