ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেলিম উদ্দীন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী সম্মেলন কক্ষে সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি রক্ত ও রক্তচাপ পরীক্ষার আয়োজন ছিল।

 

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।

 

আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তালেব, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শামসুল হুদা চৌধুরী, ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার তৃণা সাহা, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাঁও পল্লী বিদ্যুত জোনাল অফিসের উপমহাব্যস্থাপক সুজন রায় ও ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি দে।

 

অনুষ্ঠানে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক বক্তৃতা রাখে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পরিচালনায় অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

গীতা পাঠ করেন পুরোহিত সরোজ চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠে অংশ নেন বিধান বড়ুয়া।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

অনুষ্ঠানে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর ছিদ্দিক, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজতুর রহমান নদভী, খোদাইবাড়ি এজি লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহীদুল হক, পোকখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন, মেহের ঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, ভোমরিয়া বন বিট কর্মকর্তা, মেহের ঘোনা বনবিট কর্মকর্তা, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউর রহমান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউপি সদস্য-সদস্যা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪