ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সচেতনতামুলক সভা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী

চট্টগ্রাম জেলা প্রশাসক বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন মডেল মাঠে উপস্থিত থেকে বালিকা প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন, জঙ্গল জলদি আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন ও উপকারভোগীদের মাঝে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সোমবার (১১ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে আমাদের গণসচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা হলো জাতির ভবিষ্যৎ কান্ডারী, তাই শিক্ষার্থীরা অবশ্যই নারী নির্যাতন, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ্ ও সন্ত্রাস হতে অবশ্যই দূরে থাকবে। তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে।’

 

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী পৌর মেয়র এডভোকেট এস.এম. তোফাইল বিন হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আহমদ ছফা, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি মো. কফিল উদ্দিন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ।

 

সভায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং থানা পুলিশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।