ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়া পুলিশ হাসপাতালে অটোমেটেড ব্লাড সেল কাউন্টার মেশিন স্থাপন

মোসাব্বর হাসান মুসা :

 

বগুড়ার পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অটোমেটেড ব্লাড সেল কাউন্টার মেশিন (সিবিসি) স্থাপন করা হয়েছে।

বুধবার দুপুরে মেশিনটি স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

এসময় জানানো হয়, পুলিশ হাসপাতালে অটোমেটেড ব্লাড সেল কাউন্টার মেশিন স্থাপনের ফলে খুব সহজেই এবং অল্প খরচে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সিবিসি টেস্ট করাতে পারবে। একই ধরনের মেশিন ব্যবহার করায় বগুড়া পুলিশ হাসপাতালের টেস্ট রিপোর্ট, অন্যান্য স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টারের টেস্ট রিপোর্টের সমমানের মত উন্নীত হবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা, মেডিকেল অফিসার, পুলিশ সদস্য ও হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন।