ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে রামু আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

দেশব্যাপী বিএনপি-জামায়াত এর নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে রামু উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। মঙ্গলবার (১৮ জুলাই) শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়। রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল এর সভাপতিত্বে খিজারী সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডল।

 

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন মাষ্টার, হানিফ বিন নজির, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুর্জন শর্মা, নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল আলম কোম্পানি, মোঃ ইউনুচ খাঁন, সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ মিয়া, ওবাইদুল হক, আকতার কামাল, আব্দুল মালেক সিকদার, মোঃ ইলিয়াছ খান পাশা, আহমদুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহিম, সাধারন সম্পাদক মিজানুর রহমান বাদল, ঈদগড় ইউনিয়ন আঃ লীগের সভাপতি হাজী নুরুল আলম, সাধারন সম্পাদক খায়েসুল ইসলাম বাঙ্গালী, খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হক কেম্পানী, সাধারন সম্পাদক মোঃ কামাল, রশিদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহমদ, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, সাধারন সম্পাদক মীর মোশাররফ হোসেন সিকদার, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক স্বদীপ শর্মা, চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন সিকদার, সাধারন সম্পাদক মোঃ দেলওয়ার, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকের আহমদ, সাধারন সম্পাদক মনজুর আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউচুফ মেম্বার, সাধারন সম্পাদক শাহরান চৌধুরী মারুফ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী। তারা আন্দোলনের নামে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চায়। তথাকথিত পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। বক্তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পাড়া-মহল্লায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

#সৌদি সফরে এরদোয়ান #CNNBANGLA24

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল রামু চৌমুহনীর বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪