ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র উদ্যোগে বাঁশখালীতে ইমাম ও খতীবদের মাঝে কম্বল বিতরণ

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

বাঁশখালী উপজেলার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ইমাম ও খতীবদের মাঝে এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইসলামী ব্যাংক হারুণ বাজার এজেন্ট ব্যাংকের যৌথ ব্যবস্থাপনায় ব্যতিক্রমধর্মী শীতবস্ত্র (কম্বল) বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারী) সকালে পৌরসভার ভাদালিয়া হারুন বাজারস্থ ইসলামী ব্যাংক হারুণ বাজার এজেন্ট ব্যাংকের কার্যালয়ে সম্মানিত ইমাম ও খতীবদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র চেয়ারম্যান কাজী মুহাম্মদ মনছুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার শিক্ষা পরিচালক মাও কামাল উদ্দিন, সাংবাদিক ও সমাজকর্মী শিব্বির আহমদ রানা, বয়নাকাটা বায়তুর রহমান জামে মসজিদের খতীব মাও আবু তাহের, রমজান আলী চৌধুরী জামে মসজিদের খতীব মাও সালেহ আহমদ, খালাইস্যার বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ আবু ছালেক, শাহ্ সুফী জয়নাল আবেদীন জামে মসজিদের ইমাম মাও ফয়সাল, কাননগোখীল শাহী জামে মসজিদের ইমাম মাও আবু তাহের, গাউসিয়া তৈয়্যবীয়াহ্ জামে মসজিদের ইমাম মাও জাহাঙ্গীর সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় সংস্থার চেয়ারম্যান কাজী মুহাম্মদ মনছুরুল হক বলেন, সমাজে বেশীরভাগ ইমাম-খতীবগণ অবহেলিত। ইসলামে তাদের আকাশচুম্বি সম্মান ও মর্যাদা থাকলেও তারা নানা বৈষম্যের শিকার হয়। তাদের জন্য আমাদের ধ্যান ধারণা ও চিন্তার পরিবর্তন আনা দরকার। আমি মাত্র কাজ শুরু করেছি। তাদের কল্যাণে আমার সংস্থা এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ আগামীতও কাজ করে যাবে। বরাবরের মতো সবসময় আর্তমানবতার কল্যাণে সমাজিক দায়বদ্ধতা থেকে কাজ  অব্যাহত রাখবো ইনশাহ্ আল্লাহ্।