ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চিকিৎসক কল্যাণ সোসাইটির বিজয় দিবস উদযাপন

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গায় ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও পথসভা ১৬ ডিসেম্বর, শনিবার সকালে দ: হালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা,এইচ এম এমরানের সঞ্চালনায় ‌কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ডা. আহসান হাবীব, বিশিষ্ট হোমিও চিকিৎসক মোঃ শফিউল বাশার, ডা. রেজাউল করিম, মোঃ হাফিজ, মোঃ এহসান, কেএম শহীদ, মোঃ আব্দুল বারী, মোঃ ইব্রাহিম, মোঃ নাছির উদ্দীন, মোঃ হাবিবুর রহমান, মোঃ দেলোয়ার, মোঃ শামীম সিকদার ও ডা. মিন্টু চৌধুরী।
এর আগে সকাল সাড়ে আটটায় সংগঠনের কার্যালয় থেকে বিজয় মিছিলসহ শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।