ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ৫০ লাখ টাকার অর্থদন্ডসহ সাজাপ্রাপ্ত জাপা নেতা আটক

হোসেন বাবলা, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার পাঠানটুলী থেকে‌ পতেংগা মডেল থানার পরোয়ানায় সাজাপ্রাপ্ত আদালতের সিআর-১০২৭/২০১৯ (ডবলমুরিং থানা) ও সিআর-১৯৪৭/২১পতেঙ্গা থানা) মামলা ২টির সাজা দেওয়া হয়েছে।দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবদুর রবকে আটক করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।সহকারী পুলিশ কমিশনার (কর্নফুলী জোন) ও অফিসার ইনচার্জ পতেঙ্গা থানার নির্দেশনায় এসআই খাজা এনাম এলাহী ও এসআই কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ ২১আগষ্ট দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানঠুলি আসকারাবাদ এলাকায় অভিযান চালিয়ে আসামি আঃ রব কে আটক করে।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আঃ রব চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির (জাপা) পতেংগা থানা কমিটির সাধারণ সম্পাদক।
আটক আঃ রবকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪