ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার পৌরসভা নির্বাচনে:মেয়রপ্রার্থী রাশেদের মনোনয়নপত্র বাতিলের আবেদন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নারকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী মাশেদুল হক রাশেদের মনোনয়নপত্র বাতিলের আবেদন করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী, নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর ভাই মাশেকুর রহমান বাবু বাদী হয়ে রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনে নিকট লিখিতভাবে এই আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, মেয়রপ্রার্থী মাশেদুল হক রাশেদ তাঁর নির্বাচনী হলফনামায় নিজেকে এসএসসি পাশ দাবি করলেও মূলত তিনি এসএসসি পাশ করেননি। এছাড়া সম্পদ বিবরণীতে মোট ৫০ লক্ষ টাকার সম্পদ রয়েছে বলা হলেও মূলত রাশেদের সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার।

অপরদিকে, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে মেয়রপ্রার্থী মাশেদুল হক রাশেদের প্রার্থীতা বাতিলের আবেদন করেছেন।

জানা যায়, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দু’জনেরই আবেদন গ্রহণ করেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪