ই-পেপার | বুধবার , ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মার্চ) বিকালে বাজারস্থ ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ইফতার পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভাপতি এডভোকেট জি এ এম আশেক উল্লাহ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়ত আমীর মৌলানা ছলিম উল্লাহ জিহাদী,উপজেলা জামায়ত সেক্রেটারি মওলানা নুরুল আজিম, জামায়ত নেতা মাস্টার ছৈয়দুল আলম হেলালী,সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও জেলা পেশাজীবি নেতা মাওলানা দেলোয়ার হোসাইন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা ইসলাম মাহমুদ ও সাংবাদিক এম আর মাসুদ,বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও সাংবাদিক মোহাম্মদ নুরুল হক নুর।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পরিষদ সদস্য ও সাবেক সাধরণ সম্পাদক এইচএন আলম, ইসলামি সংগীত পরিবেশন করেন ক্ষুদে শিল্পী ইমাদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদ সদস্য মো: রেজাউল করিম।

 

উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জানে আলম, শিক্ষক ও সাংবাদিক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, উপজেলা আওয়ামীলীগ নেতা শমশুল আলম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মওলানা মোহাম্মদ বশির, ঈদগাঁও’র সিনিয়র সাংবাদিক তারেকুল হাসান, সাংবাদিক মো: মিজানুর রহমান আজাদ, সাংবাদিক সেলিম উদ্দীন, উপজেলা ছাত্র শিবির সভাপতি সাহেদ মোস্তফা, সেক্রেটারি এম, আব্দুল্লাহ, ঈদগাঁও কলেজ শাখার সভাপতি সালমান ফারসি, ডাক্তার খায়ের আহমদ, ডাক্তার আজিজুর রহমান, মোস্তফা হেলালী ও সেলিম উল্লাহ প্রমুখ।

 

সার্বিক তত্বাবধানে ছিলেন পরিষদ সদস্য সাবেক সভাপতি নাছির উদ্দিন আল নোমান ও আতিকুর রহমান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোছাইন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি আনোয়ার হোছাইন ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের হাতে বিশিষ্ট লেখক,গবেষক ও সাংবাদিক মোহাম্মদ নুরুল হক নুর নিজের লিখিত “কক্সবাজার ভূ-রাজনীতি,উন্নয়ন ও সম্ভাবনা” বইটি তুলে দেন।

 

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের সত্য ও ন্যায়নিষ্ঠ থাকার উপর গুরুত্ব আরোপ করেন।