ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোতাহেরুল সাথে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়

আবদুল হাকিম রানা, পটিয়া :

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে নবনির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীর সাথে পটিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ।

সমিতির সভাপতি মাহমুদুল হক-এর সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পটিয়ার পৌর মেয়র আইয়ুব বাবুল, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. আবদুল মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামসুজ্জামান, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক আবদুল আলিম। উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য পৌর মেয়র আইয়ুব বাবুলের প্রতি সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মনছুর আলম চৌধুরী, মাহমুদুল হাসান, বিশ্বনাথ সরকার, মুহাম্মদ আবদুর রহিম, শর্মিলা দাশ, ফয়েজুন্নেসা মিলি, মুহাম্মদ মহিউদ্দিন, ফারজানা চৌধুরী, সিমকী রক্ষিত, রহিমা বেগম, জাহানারা বেগম, মুহাম্মদ ইয়াছিন নুর, শাহরিয়ার মুহাম্মদ ওমায়ের, মৌসুমী দে, বনশ্রী বড়ুয়া রুমি, জাহেদা খানম, শিউলী আকতার, অসীম চক্রবর্তী, মিহির কান্তি দে, নাছিমা আকতার, তাহমিনা রফিক, উম্মে কুলছুম, বাসু দে মল্লিক, মুহাম্মদ আজগর আলী, মুহাম্মদ আনোয়ার হোসেন, রাজীব দে, জানে আলম, মোরশেদুল আলম, সঞ্জয় শীল, কায়সার হামিদ, ফারজানা কবির, দীপন কান্তি চৌধুরী, দয়াময়ী নন্দী, অশোক দে, পল্লব দাশ, উম্মে তানজিলা চৌধুরী, রুবেল ধর প্রমূখ।এ সময় এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।