ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহের সাথে বুদ্ধকীর্তনীয় পরিষদ নেতৃবৃন্দদের সাক্ষাৎ

আবদুল হাকিম রানা, পটিয়া :

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীরসাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পটিয়া উপজেলা বুদ্ধকীর্তনীয়া পরিষদ নের্তৃবৃন্দ ।

এ সময় উপস্থিত ছিলেন বুদ্ধকীর্তনীয় পরিষদের সভাপতি ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাবের প্রাক্তন ফুটবলার শাক্যপদ বড়ুয়া, সচিব ব্যাংকার লিটন বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, সুশীত বড়ুয়া, কমল বড়ুয়া পুলক, নয়ন বড়ুয়া, সেবু বড়ুয়া, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, পুলক বড়ুয়া, প্রমুখ।

 

এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় সবার জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দিন বদলের মাধ্যে বাংলাদেশকে প্রথমে উন্নয়নশীল দেশ, পরে ডিজিটাল বাংলাদেশ আর এখন স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি সকলকে এ লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করার আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪