ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলা করার সময় দেওয়াল চাপায় এক কিশোরের মৃত্যু

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:
ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জে দেওয়াল চাপায় রাশিদুল (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার পরানগঞ্জের হিরণপলাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশিদুল ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফ সরকার জানান, সন্ধ্যার পর আটজন কিশোর একসঙ্গে খেলাধুলা করছিল। খেলাধুলা ও দৌড়াদৌড়ি করার সময় পাশের নির্মাণাধীন দেওয়ালে ধাক্কা লাগে রাশিদুলের। দেওয়ালটি পড়ে গেলে সে তাতে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই রাশিদুল মারা যায়। এ ঘটনায় তার সঙ্গে খেলাধুলা করা সাত কিশোরকে হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানার পুলিশ।

এ-বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে জানার জন্য সাত কিশোরকে থানায় আনা হয়েছিল। তারা এখনো থানায় রয়েছে।