ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

শাটল ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

লোকোমাস্টারের কাছ থেকে চাবি নিয়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে কয়েকজন শিক্ষার্থী ট্রেনের লোকোমাস্টার থেকে চাবি কেড়ে নেয় বলে জানিয়েছেন ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন।

সিভয়েসকে তিনি বলেন, ‘দুপুর ২টার দিকে চাবি কেড়ে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। এরপর শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় রুটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি আমরা জানিয়েছি।’

এদিকে হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। বুধবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় স্টেশনে ঘণ্টাখানেক ধরে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। পরে ট্রেন চলবে না শুনে অনেকে অটোরিকশাযোগে জিরো পয়েন্ট থেকে ১নং গেটে চলে যান। আবার অটোরিকশা ও রিকশা কম থাকায় অনেকে হেঁটে রওয়ানা দিয়েছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আজগর আলী বলেন, ‘জরুরি প্রয়োজনে আজকে ক্যাম্পাসে আসতে হয়েছে। কাজ শেষে ফিরার সময় দেখি শাটল ট্রেন বন্ধ। এক ঘণ্টা অপেক্ষা করেছি। মনে হয় আর আজ চলবে না। তাই সিএনজি ও দুইটা বাস পাল্টিয়ে শহরে বাসায় যেতে হবে। ৪০ মিনিটের রাস্তা দুই ঘণ্টায় যেতে হবে।’

সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের নিবারণ করার চেষ্টা করেছি কিন্তু তারা শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে। এর আগে তারা দেড়টার শাটল বন্ধ করতে চেয়েছিল কিন্তু সেটা আমরা করতে দেইনি।’

এর আগে একাডেমিক জট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে বিক্ষোভ করতে দেখা যায় তাদের।