ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দুঃস্থদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রি বিতরণ

মোঃ আমিনউল্লাহ টিপু, চন্দনাইশ

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, সদর দপ্তর চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি)।

 

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে চন্দনাইশ উপজেলার
বরকল এসজেড উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচশ জন গরীব দুঃস্থ এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিড়া, মসুর ডাল, চিনি, লবণ, তেল, মরিচ, হলুদ, মশলা, পিঁয়াজ, আলু।

 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী, পিবিজিএম, অধিনায়ক চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি)।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি) এর সহকারী পরিচালক উপেন্দ্রনাথ হালদার, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদুল আলম টিটু, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।

এছাড়াও স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪