ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৬৫ দিন মৎস্য আহরণে বিরত থাকায় জেলেদের মাঝে চাল বিতরণ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের জেলে সম্প্রদায়ের ৩০৮ পরিবারের মাঝে ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে, বুধবার দুপুরে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ।

কর্মসূচির উদ্বোধন করেন চসিকের ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য হাজী মোঃ জিয়াউল হক সুমন।

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মুনসুর আলী খাঁন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ আক্কাস উদ্দিন সওদাগর, জেলে প্রতিনিধি দুলাল মাহমুদ, বি ইউনিট আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নুরুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক রাশেল মাহমুদ, সমাজকর্মী মোঃ জসিম উদ্দিন, মোঃ আবু জাফর বাবু, মোঃ শফিক।

বিতরণ কর্মসূচীতে প্রতি পরিবারকে ৩০ কেজি করে প্রায় ৯টন ২৪০ কেজি চাল বিতরণ করা হয়।

এতে বলা হয়, প্রতিবারের ন্যায় এবারও বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলে সম্প্রদায়ের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। সকলকে সরকারী সমূদ্র আইন শৃঙ্খলা মেনে চলতে অনুরোধ জানানো হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংল২৪