ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দূষিত শহরের তালিকায় ৫ নম্বরে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৭৫ স্কোর নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকা ৫ নম্বরে অবস্থান করছে। সকাল আটটা ৫৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার এই অবস্থান দেখা যায়। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।

একই সময় ১ নম্বরে অবস্থান করছে ভারতের কলকাতা, স্কোর: ২৪০। ২১১ ও ১৮৩ স্কোর নিয়ে যথাক্রমে পাকিস্তানের করাচি ও লাহোর আছে যথাক্রমে ২ ও ৩ নম্বরে। ১৭৯ ও ১৭০ স্কোর নিয়ে ৪ ও ৬ নম্বরে আছে যথাক্রমে ভারতের দিল্লি ও মুম্বাই।

১৬৭ স্কোর নিয়ে চীনের বেইজিং ৭ নম্বরে, ১৬৪ স্কোর নিয়ে মঙ্গোলিয়ার উলানবাটার ৮ নম্বরে, ১৫৮ স্কোর নিয়ে ঘানার আক্রা ৯ এবং ১৫৫ স্কোর নিয়ে চীনের হ্যাংজৌ ১০ নম্বরে অবস্থান করছে।