ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্মা সেতু পরিদর্শনে ভুটানের রাজা

আবু নাসের খান লিমন,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

পদ্মা সেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

 

বুধবার সকাল ৯টার দিকে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। পদ্মা সেতু পরিদর্শনে এসে মুগ্ধ হন ভুটানের রাজা। বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

 

তিনি জানান, বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় আসেন। এরপর পদ্মা সেতু পরিদর্শন করে জাজিরা সার্ভিস এরিয়ায় গিয়ে কিছু সময় কাটান। এরপর বিশ্রাম ও আলোচনা শেষে ১০টা ৩৫ মিনিটে পদ্মা সেতু দিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

 

পদ্মা সেতু দেখার পর রাজা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যান। এরপর বিকেল ৪টায় তিনি রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন।

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের এ রাজা। সফর শেষে তিনি ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবে বলে জান যায়।

এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।