ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের সাধারণ সভা অনুষ্ঠিত

সিএনএন বাংলা:কক্সবাজার

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমির মাওলানা আব্দুল খালেক নিজামী বলেছেন, ইসলামী ছাত্রসমাজ গতানুগতিক ধারার কোন সংগঠন নয়; এটি মেধাবী শিক্ষার্থীদের স্বতন্ত্র এক আদর্শ পাঠশালা।

প্রাতিষ্ঠানিক সিলেবাস ও সাংগঠনিক পাঠ্যক্রমের সমন্বয়ে কর্মীদের জ্ঞান-প্রজ্ঞার বিকাশ এবং নৈতিক শক্তিকে সঞ্জীবিত করতে ইসলামী ছাত্রসমাজ কাজ করছে। আদর্শিক ভাবধারার ছাত্রজনতাকে এ দ্বীনি ছাত্র সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে উন্নত চারিত্রিক গুণাবলী ও যোগ্যতা অর্জন করে ইসলামী নেজাম প্রতিষ্ঠার আন্দোলনে আত্মনিবেদন করতে হবে।
তিনি ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার শহর শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জুমাবার (২৬ মে) বিকেলে কক্সবাজার শহরের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

তিনি বলেন, আকাবিরে দেওবন্দের হাতেগড়া একমাত্র ঐতিহ্যবাহী দ্বীনি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ। এ সংগঠন চায় তরুণদের ইসলামের প্রকৃত প্রতিভু হিসেবে পেশ করতে; যারা সৎ কর্মশীলতা, ইসলামি জ্ঞান-প্রজ্ঞা ও তাকওয়ার দিক দিয়ে হবে সবচাইতে অগ্রসর। এভাবে ঈমানদীপ্ত দর্শন ও আদর্শিক কর্মসূচির আলোকে শিক্ষার্থীদের চরিত্র গঠন ও মেধা-প্রতিভার বিকাশ ঘটিয়ে ইসলামের একদল যোগ্য সৈনিক গড়ে তোলার লক্ষ্যে এ সংগঠনের রয়েছে নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস।

শহর শাখার সদস্য সচিব হুজায়ফা মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী। বিশেষ বক্তা ছিলেন, জেলা ইসলামী ছাত্রসমাজের ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু।

সভায় আলোচনায় অংশ নেন, ইসলামী ছাত্রসমাজ শহর শাখার রবিউল করিম, হাসানুজ্জামান, নোমান বিন কামাল, নাজমুল হাসান শিহাব, ফাহিম ফয়সাল রিফাত, ওয়াহিদুর রহমান মাহিন, হেলাল উদ্দিন, মুহাম্মদ ফরিদ, মোহাইমিন ইবনে নেছার, কাউছার ইকবাল, আব্দুল্লাহ আমজাদ, ইয়াহিয়া মুন্না রিয়াদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

 

এইচ এম কাদের সিএনএনবাংলা ২৪