ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

উপজেলা নির্বাচনে কাজলকে একক প্রার্থী ঘোষণা রামু আ’লীগের

নুর মোহাম্মদ, কক্সবাজার :

রামু উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুর্জন শর্মার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হানিফ, নজির, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, রতন মল্লিক, মৃনাল বড়ুয়া।

এতে সভাপতির বক্তব্যে সোহেল সরওয়ার কাজল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে আজকে দেশ বদলে গেছে। প্রত্যেকটি ইউনিয়নে কয়েক হাজার মানুষ সরকারের নানা সামাজিক কর্মসুচির উপকারভোগী। শুধু মূল সড়ক নয়, এখন মানুষের বাড়িতে যাবার রাস্তাও পাকা হয়েছে। গ্রামে-গঞ্জে, হাটে-ঘাটে-মাঠে সাধারণ মানুষের কাছে সরকারের এ সব উন্নয়নের কথা তুলে ধরতে হবে। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় তৃণমূলের নেতাকর্মীরা আগামী উপজেলা পরিষদের নির্বাচনে সোহেল সরওয়ার কাজলকে এককভাবে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।