ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্ক :

বায়ুদূষণের তালিকায় আজ রোববার ১৭৩ স্কোর নিয়ে ৫ নম্বরে অবস্থান করছে ঢাকা। বাতাসের যে মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

রোববার (১৪ জানুয়ারি) সকাল নয়টা ৪৪ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচকে এ তথ্য জানা গেছে।

বাতাসের মান অনুযায়ী ৩৬৮ ও ২৫৬ স্কোর নিয়ে ১ ও ২ নম্বরে আছে ভারতের কলকাতা ও দিল্লি। ১৯০ স্কোর নিয়ে ৩ নম্বরে আছে পাকিস্তানের করাচি। ১৮২ স্কোর নিয়ে চীনের চেংড়ু আছে ৪ নম্বরে। অন্যদিকে ১৬৩ স্কোর নিয়ে চীনের চংকিং ও উহান অবস্থান করছে যথাক্রমে ৭ ও ৮ নম্বরে। ১৬৪ স্কোর নিয়ে ভারতের মুম্বাই আছে ৬ নম্বরে।

পাশাপাশি ১৬২ ও ১৫৯ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর ও নেপালের কাঠমান্ডু ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।