ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে অবৈধ ইটভাটাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের রামুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার নেতৃত্বে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনার দায়ে ৩টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির উমখালীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নিরূপম মজুমদার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

ইতোপূর্বেও কৃষি জমির মাটি কাটায় ১ লক্ষ টাকা এবং লাইসেন্স ছাড়া ইট ভাটা পরিচালনা করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এ অভিযান চলমান থাকবে বিষয়টি জানিয়েছেন ওই কর্মকর্তা।