চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে যুক্ত হলো নতুন দু’টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস ও একটি মাইক্রোবাস।
এ উপলক্ষে ১১ জানুয়ারি সকাল ১১ টায় চবির বঙ্গবন্ধু চত্বরে গাড়ি ৩টির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, চবি গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, চবি পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ আশরাফ উদ্দীন, চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
চবি সহকারী প্রক্টর অরূপ বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চবি বিভিন্ন পর্ষদের শিক্ষক, বিভিন্ন অফিস প্রধান, শিক্ষার্থী, চবি পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ^বিদ্যালয় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা কার্যক্রম প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। চট্টগ্রাম মহানগর থেকে দূরে অবস্থানের কারণে এ বিশ্ববিদ্যালয়ে যানবাহনের চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু সে তুলনায় পরিবহন সুবিধা অপ্রতুল। বর্তমান প্রশাসন এ প্রয়োজনীয়তা অনুধাবন করে যথাযথ প্রক্রিয়ায় সম্প্রতি এ দু’টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস ও একটি মাইক্রোবাস সংযুক্ত করেছে।” এসব নতুন পরিবহন সংযুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট কিছুটা হলেও লাঘব হবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য এ পরিবহনগুলোর যথাযথ রক্ষণাবেক্ষনে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।