ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় ক্যাপ্টেন (অব) আবদুস সোবহানকে চিরবিদায়

বিশেষ প্রতিনিধি :
মুক্তিযুদ্ধকালীন কক্সবাজার ও বান্দরবান সেক্টরের সাব-কমান্ডার, মুক্তিযুদ্ধ পরবর্তী কক্সবাজার জেলাকে হানাদারমুক্ত ও বিজয়ের ঘোষক, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ক্যাপ্টেন (অব.) আবদুস সোবহানের নামাজে জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেল তিনটায় কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালংয়ে মরহুমের প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজার নামাজ আদায় করা হয়।

জানাজাপূর্ব সমবেত শোকাহত মুসল্লিদের উদ্দেশ্যে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চেয়ারম্যান ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নঈমুল হক চৌধুরী টুটুল, বীর মুক্তিযোদ্ধা গোপাল দাশ, বীর মুক্তিযোদ্ধা ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক মুকুল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল, বীর মুক্তিযোদ্ধা সুনীল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়ারেস, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম।

জানাজায় উখিয়া-টেনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও হাজার হাজার শোকার্ত মুসল্লির ঢল নামে।

জানাজার পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) আবদুস সোবহানকে গার্ড অব অনার প্রদান করা হয়।