ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিকেএসপি কর্তৃক খেলোয়াড়দের নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ

মোঃ মাসুদ রানা, চট্টগ্রাম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে সকল জেলা থেকে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে ক্রীড়া মেধা বাছাই করা হবে রবিবার (৫-মে) সকাল ৯.০০টা হতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এম.এ আজিজ স্টেডিয়ামে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে প্রকৃত মেধাসম্পন্ন ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তির সুযোগ থাকবে।

আর্চারী, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, তায়কোয়ানডো, ভলিবল, উশু, কাবাডি, স্কোয়াশ, ব্যাডমিন্টন ও ভারোত্তলন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, টেবিল টেনিস, টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী খেলোয়াড় বাছাই করা হবে।