ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে শান্তিপুর্ন নির্বাচনে ৪টি আসনেই নৌকার বিজয়

সালেহ আহমদ স’লিপক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উম্মি বিনতে সালাম। ফলাফলে ৪টি আসনে বিজয় চিনিয়ে নেয় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রাথীরা।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে নৌকার প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চুড়ান্ত ফলাফলে মোট ১১২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে শাহাবুদ্দিন আহমেদ ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ রিয়াজ (লাঙ্গল) ৩ হাজার ০৯৮ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। চুড়ান্ত ফলাফলে মোট ১০৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে এ কে এম সফি আহমদ সলমান পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৪৪৯ ভোট।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। চুড়ান্ত ফলাফলে মোট ১৭৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে মোহাম্মদ জিল্লুর রহমান মোট ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলতাফুর রহমান লাঙ্গল প্রতীকে মোট ২ হাজার ৬৯৮ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। চুড়ান্ত ফলাফলে মোট ১৬০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ মোট ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুহিত হাসানি মোমবাতি প্রতীকে মোট ৫ হাজার ৩৯০ ভোট পেয়েছেন।