ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ,কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি: রিটার্নিং অফিসার

হোসেন বাবলা:চট্রগ্রাম

 

চট্টগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম উপরোক্ত কথা বলেন।

 

এছাড়া তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকের পক্ষে কেন্দ্রীয় প্রধান এজেন্ট কেশব কুমার দাস বলেছেন ভোটে ভালো হচ্ছে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। এদিকে বেশ কয়েকটি কেন্দ্রে নৌকার পক্ষে কোন পোলিং এজেন্ট ছিলেন না,কারণ‌ হিসেবে সর্ব স্ব স্ব কেন্দ্র ভোটার তালিকায় নাম নেই তাই।

সকাল সাড়ে ১০ টায় ব্যারিষ্টার কলেজে দেরীতে এজেন্ট উপস্থিত থাকার জন্য নৌকার এজেন্ট কে অবৈধ ঘোষণা করে কেন্দ্র থেকে বের হতে দেখা গেছে।

সকালে সাড়ে আটটায় ভোট দিয়ে জয়যুক্ত হবার আশাবাদ ব্যক্ত করেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন কেটলি মার্কা।
আর তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকের পক্ষে কেন্দ্রীয় প্রধান এজেন্ট কেশব কুমার দাস বলেছেন, উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে নির্বাচিত হতে পারে তাদের দীপক কুমার পালিত।

হেভিওয়েট প্রার্থী হিসেবে নৌকার পক্ষে তেমন কোন সমস্যা নেই বলে জানিয়েছেন তাদের প্রধান এজেন্ট মাহাফুজুল হক শাহ ।
নৌকা মার্কার পক্ষে লতিফ গোসাইলডাঙ্গা ওয়ার্ড এলাকায় একটি কেন্দ্রে ভোট দিয়ে আবারো জয়ী হবার প্রত্যাশা করেন।
এই আসনে সকাল থেকে দুপুর পর্যন্ত ২০-২৫ শতাংশ ভোট পড়েছে বলে প্রিজাইডিং অফিসার সূত্রে জানা গেছে।