ই-পেপার | বুধবার , ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমান প্রতিমন্ত্রীকে হারিয়ে ইতিহাস গড়ার পথে ব্যারিস্টার সুমন

নিজস্ব সংবাদদাতা :

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে কাস্টিং ভোটের ৮০ শতাংশ ভোট পেয়েছেন ব্যারিস্টার সুমন।

নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর চরম ভরাডুবি হতে চলেছে এই আসনে। এখনো পর্যন্ত একটি কেন্দ্রেও মন্ত্রী পাস করতে পারেননি।

স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী ১৪ কেন্দ্রে সুমন পেয়েছেন ১৩ হাজার ৬৩১ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পেয়েছেন ৪ হাজার ৫২২ ভোট।