ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ৫টি ব্লকের সব ঘর

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে ৫ নম্বর ক্যাম্পের পাঁচটি ব্লকের সব ঘর পুড়ে গেছে।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার (৬ জানুয়ারি) রাত ১টা ৫মিনিটের দিকে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৩টার দিকে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আগুনে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত পাঁচটি ব্লকের সব ঘর পুড়ে গেছে। এসব ব্লকে ৪৭ জন মাঝির (নেতা) অধীনে থাকা সব ঘর পুড়ে গেছে। একজন মাঝির অধীনে গড়ে ১৫০টি করে ঘর থাকে বলে জানা গেছে।