ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবি’র অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্ত পয়েন্ট থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১৪ জুলাই) উপজেলার সদর ইউপি’র ফুলতলী সীমান্ত পয়েন্ট থেকে সন্ধ্যায় এ সব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিমের দিকনির্দেশনায় ১১ বিজিবির আওতাধীন ফুলতলী বিওপির জিসিও-নায়েব সুবেদার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে টহল দল লম্বাঘোনা নামক স্থান হতে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করতে হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪