ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল বৈকালিক স্বাস্থ্য সেবা প্রদান

সালেহ আহমদ স’লিপক:

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে সরকার নির্ধারিত ফ্রি দিয়ে বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন বিকেল তিনটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সেবা প্রদান করা হচ্ছে।

সেবাদানের মাঝে প্রতি শনিবার বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৩৮ এ শিশু রোগী, বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৪১ এ সার্জারী রোগী, বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৩৯ এ বক্ষব্যাধি ও কিডনী রোগী এবং মেডিকেল অফিসার রুম নং ১৪৭। প্রতি রবিবার বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৪০ গাইনী রোগী, বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৩৯ মেডিসিন রোগী এবং মেডিকেল অফিসার রুম নং ১৪৭। প্রতি সোমবার বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৩৮ এ শিশু রোগী, বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৪১ এ সার্জারী রোগী এবং মেডিকেল অফিসার রুম নং ১৪৭। প্রতি মঙ্গলবার বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৪০ গাইনী রোগী, বিভাগীয় কনসালটেন্ট রুম নং ২০৫ দন্ত রোগী এবং মেডিকেল অফিসার রুম নং ১৪৭।

প্রতি বুধবার বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৩৩ অর্থোপেডিক রোগী, বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৩৯ মেডিসিন রোগী এবং মেডিকেল অফিসার রুম নং ১৪৭ এবং প্রতি বৃহস্পতিবার বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৩৫ ইএনটি রোগী, বিভাগীয় কনসালটেন্ট রুম নং ১৩৩ ফিজিক্যাল মেডিসিন রোগী এবং মেডিকেল অফিসার রুম নং ১৪৭ নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

এছাড়াও শনি থেকে বৃহস্পতিবার প্যাথলজিক্যাল ও ইসিজি পরীক্ষা, শুধু রবিবার আলট্রাসনো পরীক্ষা এবং শুধু বুধবার এক্সরে পরীক্ষা করা হয়। তাছাড়া বিশেষ জরুরী প্রয়োজনে ফি প্রদানপূর্বক মেজর ও মাইনর ওটির ব্যবস্থা রয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।