ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) আরএমও ডাঃ তাহমিদ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।

বক্তব্য রাখেন, রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমন কান্তি চৌধুরী, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এম ইমতিয়াজ চৌধুরী, ডাঃ মোঃ নাঈম সরকার, আলী আকবর, দর্পন বড়ুয়া, দুলাল বড়ুয়া, আশুতোষ শীল, পংকজ শর্মা, ইব্রাহিম খলিল, সুনীল কুমার সুশীল, বজল আহমদ, বিপ্লব বড়ুয়া, মমতাজ উদ্দিন, মোঃ আলম। এছাড়া স্বাস্থ্য বিভাগের বিভিন্ন মাঠ কর্মিরা আলোচনা সভায় অংশ নেন।