ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিষাক্ত সাপের ছোবলে পেকুয়ায় এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের ছোবলে নাসির উদ্দীন (৪৫) নামের এক বনবাসীর মৃত্যু হয়েছে।

৮ আগষ্ট বেলা ১১ টায় পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আলী আহমদের পুত্র। তিনি পেকুয়া বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী।

নিহতের স্বজনরা জানান, বন্যার পানি ঘরে ঢুকলে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়। এসময় তিনি চিৎকার করে উঠেন। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মুজিবুর রহমান জানান, ওই ব্যক্তির বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪