ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে পথসভায় দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমলের নৌকা মার্কার সমর্থনে রামু উপজেলার চাকমারকুলের কলঘর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এতে তিনি জানান, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর সময়ে ব্যাপক উন্নয়ন করেছেন। দলমত নির্বিশেষে আরো একবার ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।

রামু চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার সভাপতিত্বে শনিবার (৩০ ডিসেম্বর) কলঘর বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট ফরিদুল আলম, রামু উপজেলার জেলা পরিষদের সদস্য ফরিদুল আলম, সাবেক সদস্য নুরুল হক, রামু উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আলি হোছাইন।

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবক্কর ছিদ্দিকের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন রামু উপজেলা যুবলীগ সভাপতি পলক বড়ুয়া আপ্পু, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দিন কোম্পানি ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম কোম্পানি।

পথ সভা শেষে চাকমারকুল কলঘর বাজারে নৌকা মার্কা প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার।