ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের উদ্যোগে বনভোজন ও মিলনমেলা

নিউজ ডেস্ক :

চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম এর উদ্যোগে বনভোজন ও মিলনমেলা আজ রবিবার (৩১- ডিসেম্বর) নিরিবিলি নিরূপমায় অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই শুরু হয় অভ্যর্থনা, এরপরে ফেলোশিপ, আড্ডা, ছবি তোলা, সাংস্কৃতিক অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয় দেয়া হয় সন্মাননা।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের উদ্যোগে সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম এর নির্বাহী সদস্য ও বনভোজন কমটির সদস্য সচিব কামাল পারভেজ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিআরএফ এর সভাপতি কাজী আবুল মনসুর, সহ- সভাপতি আলমগীর অপু, সাধারণ সম্পাদক আলীউর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা মুরাদ,অর্থ সম্পাদক আইয়ুব আলী, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম,আপ্যায়ন সম্পাদক ও বনভোজন কমিটির আহ্বায়ক লোকমান চৌধুরী, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ প্রমূখ।