ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিট ও কমিউনিটি পুলিশিং সভা

সালেহ আহমদ স’লিপক:

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের আয়োজনে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি মৌলভীবাজার সভাপতি এড. শান্তিপদ ঘোষ।

সভায় সদর মডেল থানার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার) মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শুনেন এবং সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।

আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা শেষে পুলিশ সুপার থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের সহিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং এ পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে দায়িত্বভাবে পালনের লক্ষ্যে সকল পুলিশ সদস্যদের প্রতি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।