ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে সাংবাদিকদের সাথে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের ব্রিফিং

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আংশগ্রহণকৃত প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুদীপ্ত সরকার পিপিএম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।

এসময় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ ও নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী, স্বতন্ত্র্য ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ কবির লিটন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী জিল্লুল করিম শরীফী, ন্যাপ কুঁড়েঘর প্রতীকের প্রার্থী আশীষ কুমার শীল, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতিকের প্রার্থী মামুন আবচার চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মো. মহিউল আলম চৌধুরী। স্বতন্ত্র্য প্রার্থী ঈগল প্রতীকের মুজিবুর রহমানের পক্ষে তার ছোট ভাই পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান তারেকুর রহমানসহ অন্যান্য প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে এ সময় সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম।

ব্রিফকালে তিনি বলেন, আমি আসার সময় দেখেছি বাঁশখালীতে নির্বাচনের উৎসবমূখর পরিবেশ চলছে। এখনো পর্যন্ত বাঁশখালীতে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বাঁশখালী উপজেলা প্রশাসন পক্ষপাতহীন পেশাদারিত্ব বজায় রেখে সুন্দর একটি নির্বাচন উপহার দিবে। এখানে কেউ অপরাধ করে রেহায় পাবে না। নির্বাচনে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।