ই-পেপার | রবিবার , ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দীঘিনালায় আনসারসহ বিজিবি,পুলিশ মোতায়েন

শাহাদাৎ হোসেন (সোহাগ) খাগড়াছড়ি :

সারাদেশে বিএনপির ডাকা ৩ দিন ব্যাপি অবরোধে দীঘিনালা উপজেলায় একাধিক বাহিনী পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি মোতায়েন করেছে প্রশাসন।সাধারণ জনগণের জান ও মালের নিরাপত্তার কারণে শান্তি ফিরিয়ে রাখতে মোতায়েন করা হয় বিভিন্ন প্রশাসনের মহল।এদিকে টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও প্রশাসন দীঘিনালা থানা বাজার সহ মেরুং ইউনিয়ন, কবাখালী সহ উপজেলার সকল ইউনিয়ন এ চলছে পুলিশ সহ অন্যান বাহিনীর করা নজর। তবে, বিএনপি ৩১ অক্টোবর সকালের দিকে হরতাল পরিচালনা করার উদ্যোগ নিতে চাইলে প্রশাসনের টহলের খবর পেয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়।

 

দীঘিনালা থানার ওসি মো: মোহাম্মদ আলী জানান, বিএনপি ডাকা হরতালের উপর ভিত্তি করে তারা যেনো সন্ত্রাসি, ভাংচুর এবং সাধারণ জনগণের ক্ষতি করতে না পারে সেদিকে আমরা কঠোর ভাবে কাজ পরিচালনা চালিয়ে যাচ্ছি সাধারণ মানুষের জান – মালের নিরাপত্তার স্বার্থে । দীঘিনালা উপজেলা প্রশাসন কর্মকর্তা, আরাফাতুল আলম বলেন, সাধারণ মানুষের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে প্রশাসনের বিভিন্ন শাখা।