ই-পেপার | বুধবার , ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

‍‍‌‌ ‌’ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে ‘

নিজস্ব প্রতিবেদক;
রামু উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। ২৭ ডিসেম্বর এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নিরুপম মজুমদার, থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের দেওয়ান, সাংবাদিক আমীর হোসাইন হেলালী, নুরুল ইসলাম সেলিম, নীতিশ বড়ুয়া, রামু ট্রাফিক ডি আই পলাশসসহ রামু উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোন বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে কঠোর নজরদারীর উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রত্যেক ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ রাখা এবং মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।